ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

থানায় রাখা গাঁজা খেয়ে ফেলল পুলিশ
অনলাইন ডেস্ক

ফসলের খেতে ইঁদুর ধান-গম খায় এছাড়া অন্য ফসলাদি নষ্ট করে। ঘরে অবস্থান করা ইঁদুর চালসহ বিভিন্ন খাদ্য দ্রব্য খেয়ে ফেলে, অফিসে থাকা ইঁদুর মূল্যবান কাগজপত্র নষ্ট করে কখনও বা আসবাবপত্রেরও ক্ষতি করে। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি পুলিশ স্টেশনে ইঁদুর অভিনব কাণ্ড ঘটিয়েছে। 

প্রমাণ হিসেবে জমা রাখা গাঁজা খেয়ে সাবাড় করেছে ইঁদুর। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের নিউ অরলিন্স পুলিশ বিভাগে এই ঘটনা ঘটেছে। পুলিশ সুপার অ্যান কির্কপ্যাট্রিক ইঁদুরের গাঁজা খাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

খবর অনুসারে, পুলিশ স্টেশনটি বহু পুরাতন। এটি  ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। 

কির্কপ্যাট্রিক নিউ অরলিন্স সিটি কাউন্সিলকে বলেছেন, এই অবস্থা কেবল অস্বাস্থ্যকরই নয়, কর্মীদের জন্য হতাশাজনক এবং সম্ভাব্য নিয়োগের জন্য অপ্রীতিকর।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর