ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টেবিল টেনিস বলের সমান ব্লুবেরি!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার একটি খামারের গাছে জন্মানো একটি ব্লুবেরি বিশ্বের সবচেয়ে বড় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম তুলেছে। ২০.৪ গ্রাম ওজনের ব্লুবেরিটি আকারে টেবিল টেনিস বলের সমান। 

গত বছরের নভেম্বরে ব্লুবেরিটি গাছ থেকে সংগ্রহ করে ফ্রিজে সংরক্ষণ করা হয়। চার সেন্টিমিটার চওড়া ফলটি গড়পড়তা ব্লুবেরির চেয়ে অন্তত ১০ গুণ বড়।

এর আগে বিশ্বের পরিচিত সবচেয়ে বড় ব্লুবেরিটি ছিল অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে জন্মানো ১৬.২ গ্রাম ওজনের। ২০২০ সালে অস্ট্রেলিয়ার উইলবিঙ্গায় ডেভিড ও লিসা মাজারডিসের বাগানে ফলেছিল সেটি।

এবার নিজেদের চাষ করা ব্লুবেরি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্র্যাড হকিং, জেসিকা স্কালজো ও মেরি-ফ্রান্স কোর্টোইস। গিনেস বইয়ে নাম লেখানোর আবেদনের ১২ সপ্তাহ পর চলতি সপ্তাহে ব্লুবেরিটি স্বীকৃতি পেয়েছে।

বিশালাকার ব্লুবেরির স্বাদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে ব্র্যাড হকিং বলেন, তিনি এটি চেখে দেখেননি। অতি বড় আকারের ব্লুবেরি চোখে পড়ার পর তা সংরক্ষণের সিদ্ধান্ত নেন তাঁর কর্মীরা। তবে এটি স্বাদেও কম যাবে না বলেই বিশ্বাস তাঁর। 

ব্র্যাড হকিং আরও বলেন, খামারে থাকা অবস্থায় কর্মীরা লক্ষ করেন, কিছু ব্লুবেরি আশ্চর্যজনকভাবে অনেক বড়।

সূত্র : বিবিসি  

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর