ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দেওয়া সেই ছেলেটি আজ মাইক্রোসফটে
অনলাইন ডেস্ক
মোস্তফা সুলেমান (ফাইল ছবি)

নানান পারিপার্শ্বিক সমস্যা ও অর্থের অভাবে মাত্র ১৯ বছর বয়সে পড়ালেখা ছেড়ে দিতে হন মোস্তফা সুলেমান। তার বাবা ছিলেন সিরিয়ার এক ট্যাক্সি ড্রাইভার এবং মা ছিলেন একজন ব্রিটিশ নার্স। যদিও সমস্ত প্রতিকূলতাকে জয় করে সুলেমান আজ হয়ে উঠেছেন মাইক্রোসফট এআই ডিভিশনের সিইও। 

মোস্তফা সুলেমানের জন্ম ১৯৮৪ সালের আগস্ট মাসে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ব্রিটেনে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি অক্সফোর্ডে যান, কিন্তু দ্বিতীয় বর্ষে পড়ালেখা ছেড়ে দিয়ে মুসলিম ইয়ুথ হেল্পলাইন চালু করেন। পরে ২০১০ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেন তিনি। যদিও সে সময় বিশ্বের বেশিরভাগ মানুষ এটা সম্পর্কে অবগত ছিল না। তবে তিনি ছিলেন দূরদর্শী। তাই এক বন্ধুকে সঙ্গে করে তিনি শুরু করেন একটি এআই স্টার্ট-আপ ডিপমাইন্ড। এই স্টার্টআপটি শুরু হওয়ার পর গুগল এটি কিনে নেয় এবং সুলেমান গুগলে এআই প্রজেক্টে কাজ শুরু করেন।

কিন্তু ২০২২ সালে তিনি গুগলের চাকরিটি ছেড়ে দেন এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট এআইয়ের সিইও হিসেবে নিযুক্ত হন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর