ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শৌচাগারে মূত্রত্যাগের পর স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

জনগণের ব্যবহারের জন্য চীনের বেইজিং ও সাংহাইয়ের মতো শহরে বেশ কিছু উন্নত শৌচাগার চালু করা হয়েছে। ২০ ইউয়ান অর্থ খরচ করে এসব শৌচাগারে খুব সহজে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র পরীক্ষা করে শারীরিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করা যাবে।

সাংহাইভিত্তিক ডকুমেন্টারি পরিচালক ক্রিস্টিয়ান পিটারসেন-ক্লসেন সম্প্রতি এ ধরনের একটি শৌচাগারের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন। তিনি তাতে লেখেন, একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ২০ ইউয়ানের বিনিময়ে শৌচাগারে মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে।

ক্লসেন বলেন, পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। উইচ্যাটের মতো অনলাইনে অর্থ পরিশোধ করে শৌচাগারে যেতে হয়। প্রস্রাব শেষ করে আসার পরপরই পরীক্ষার ফল পাওয়া যায়। এ পরীক্ষায় উন্নত প্রযুক্তির বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর