ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডোজ কয়েন আর মিম দুনিয়ায় রাজত্ব করা সেই কুকুরটি মারা গেছে
অনলাইন ডেস্ক

ইন্টারনেট দুনিয়ায় খ্যাতি পাওয়া কাবুসু নামের সেই কুকুরটি মারা গেছে। কাবুসুকে কেন্দ্র করেই বানানো হয়েছিল ডোজ কয়েন। কুকুরটি তারও আগে রাতারাতি ইন্টারনেটে ডগ মিমের আইকন হয়ে উঠেছিল। 

জাপানের শিবা ইনুতে উৎসাহিত হয়ে কাবুসু নামের কুকুরটিকে নিয়েই তৈরি হয় অনলাইন জোকসের একটা প্রজন্ম। কুকুরটি লিউকেমিয়া ও লিভারের রোগে ভুগছিল। আজ শুক্রবার (২৪ মে) কাবুসু মারা যায়।

কুকুরটির মালিক আতসুকো সাতো জানিয়েছেন, ঘুমের মতো শান্ত ভাবেই সে পৃথিবী ছেড়ে গেছে। তিনি বলেন, ‘আমি মনে করি কাবুছান ছিল পৃথিবীর সবচেয়ে সুখী কুকুর। আর আমি ছিলাম তার সুখী মালিক।’

কুকুরটিকে উদ্ধারকারীদের কাছ থেকে নিজের কাছে নিয়েছিলেন সাতো। ফলে তিনি জানেন না কাবুসুর জন্ম ঠিক কবে। তবে তার ধারণা এটির বয়স হয়েছিল ১৮ বছর। 

কুকুরটিকে দত্তক নেয়ার দুই বছর পর ২০১০ সালে কাবুসুর একটি ছবি তোলেন সাতো। এরপর সেটি তিনি নিজের ব্লগে পোস্ট করেন। তারপরই সেটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। দিনে দিনে এটি জনপ্রিয় মিম হয়ে ওঠে। নানা হাস্যরসের বিষয়ে ব্যবহার হতে থাকে কাবুসুর ছবি। 

পরে এটি একটি এনএফটি আর্টওয়ার্কে পরিণত হয়। যা চার মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সেখান থেকেই বানানো হয় ডোজ কয়েন। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর