ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাঝ আকাশে প্লেনে তীব্র ঝাঁকুনি, আহত ১২
অনলাইন ডেস্ক

আবারও মাঝ আকাশেই তীব্র ঝাঁকুনি খেয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হলো একটি প্লেন। কাতার এয়ারওয়েজের প্লেনে ঘটা এই দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। প্লেনটি কাতারের দোহা থেকে আয়ারল্যান্ডের ডাবলিনে যাচ্ছিল।

রবিবার স্থানীয় সময় বেলা একটার দিকে ডাবলিনে প্লেনটি অবতরণ করে। জরুরি সেবা বিভাগের কর্মী, বিমানবন্দরের পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের আকাশসীমায় প্লেনটিতে তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জন যাত্রী, ছয়জন ক্রু সদস্য।

ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।  

ক’দিন আগেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান একই রকম দুর্ঘটনার শিকার হয়েছিল।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর