ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিরল যমজ শাবক জন্ম দিলো হাতি
অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে একটি হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। বিরল এই ঘটনাকে অনেকটা ‘মিরাকলই’ বলা হচ্ছে।

৩৬ বছর বয়সী এশিয়ান মা হাতিটির নাম চামচুরি। এটি যমজ শাবক জন্ম দেবে সে কথা কেউ কল্পনাও করেনি।

গত সপ্তাহের শুক্রবার মা হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক জন্ম দেয়। এরপর ‘আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রাল’ পার্কের কর্মীরা ভেবেছিলেন হয়তো তার প্রসব প্রক্রিয়া শেষ হয়েছে।

তবে তারা বিস্ময়করভাবে লক্ষ্য করেন হাতিটি আরও একটি শাবকের জন্ম দিচ্ছে। এই ধাপে দ্বিতীয় একটি মেয়ে শাবকের জন্ম দেয় হাতিটি।

সেভ দ্য এলিফ্যান্টস নামের একটি গবেষণা সংস্থা জানিয়েছে,  মাত্র এক শতাংশ হাতির যমজ শাবক জন্ম দিয়ে থাকে। সেই সাথে ভিন্ন লিঙ্গের যমজ শাবক জন্ম দেয়ার ঘটনাও হাতির ক্ষেত্রে বিরল।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর