ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, তৃতীয় বিশ্বযুদ্ধ আর কয়েকদিন দূরে!
অনলাইন ডেস্ক

 এক ভারতীয় জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। তিনি বলেছেন, বিশ্বযুদ্ধ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে!  এই ভারতীয় জ্যোতিষীর নাম কুশল কুমার।

দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। নাগর্নো-আজারবাইজান যুদ্ধ চলেছে বহুদিন। এখন চলছে ইসরায়েল-গাজা যুদ্ধ। উত্তপ্ত হয়ে আছে চীন-তাইওয়ান, কোরিয়া, মধ্যপ্রাচ্য। এছাড়া বিশ্বজুড়ে নানা সময়ে নানা ক্ষেত্রে ছোট-ছোট পরিসরে যুদ্ধবিগ্রহ লড়াই-সংঘর্ষ লেগেই রয়েছে।

এই পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে আর একটি যুদ্ধ লেগে যাওয়া আশ্চর্যের কিছু নয়।

এই পরিস্থিতিতে ভারতীয় জ্যোতিষী কুশল কুমার এ বিশ্বের অন্তরালে আর একটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো আয়োজন দেখেছেন। শুধু অনুমান করাই নয়, তিনি একেবারে দিন তারিখ পর্যন্ত বলে দিয়েছেন! 

ভারতীয় জ্যোতিষী বলছেন, গ্রহণক্ষত্রের যে-সংস্থান তাতে ১৮ জুন (আজ) শুরু হয়ে যেতে বিশ্বযুদ্ধ। সেটা না হলে ২৯ জুনের মধ্যে যুদ্ধ লাগবে বলেই মত তার। 

কুশল কুমার একজন বৈদিক জ্যোতিষী। তিনি গ্রহ নক্ষত্রের অবস্থান মিলিয়ে দেখে এই সব ভবিষ্যদ্বাণী করেন। তাকে ‘এ যুগের নস্ত্রাদামুস’ই বলা হয়। ফরাসি এই দ্রষ্টার মতোই কুশল কুমার বেস কিছু অনুমান ভবিষ্যদ্বাণী করেছেন, যা মিলে গেছে। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর