ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভবনের মাত্র ৫০০ ফুট উপরে যাত্রীবাহী উড়োজাহাজ!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে আসে। উড়োজাহাটি মাত্র ৫০০ ফুট উঁচুতে ওড়ে। এরপর যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অবতরণের করে। 

লাস ভেগাসের ৭৩৭-৮০০ বোয়িংটিকে ওকলাহোমার উইল রজার্স বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়। কিন্তু এটি এতো দ্রুত নিচে নেমে আসে যে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার (এটিসি) ‘নিম্ন উচ্চতার’ সংকেত দেয়। 

সতর্কবার্তায় এটিসি বলে, ‘সাউথওয়েস্ট ৪০৬৯, নিম্ন উচ্চতার সতর্কবার্তা।’ পাইলট বিষয়টি (নিম্ন উচ্চতা) নিয়ে সচেতন আছে কিনা জানতে চাওয়া হয়।

খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি একটি স্কুল ভবনের মাত্র ৫০০ ফুট উঁচুতে ওড়ে। তবে তৎক্ষণাৎ এটি উচ্চতা লাভ করে।  উড়োজাহাজটি আকাশে কয়েকটি চক্কর দেয় এবং অন্য একটি রানওয়েতে অবতরণ করে।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করে। একজন লেখেন, উড়োজাহাজটি আমাকে জাগিয়ে দেয় এবং ভেবেছিলাম এটি আমার বাড়িতে পড়তে যাচ্ছে।   

এয়ারলাইনটি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর