ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে ভালুক হত্যা আইন সহজ করতে চায় জাপান
অনলাইন ডেস্ক

জাপানে আবাসিক এলাকায় ঢুকে বুনো ভালুক মানুষের ওপর আক্রমণ করছে। ক্রমাগত বাড়ছে এই ঘটনা। আর এতে উদ্বিগ্ন হয়েই এই ভালুক হত্যা আইন সহজ করার পথে হাঁটতে চায় জাপান। যে নিয়মের আওতায় আবাসিক এলাকায় ঢুকে পড়া ভালুকগুলোকে সহজেই গুলি করার যাবে।

চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত জাপানে ২১৯ বার ভালুকের আক্রমণের ঘটনা ঘটেছে। এই সব আক্রমণের শিকার হয়ে ছয়জন মানুষ প্রাণও হারিয়েছেন। প্রাণঘাতী আক্রমণগুলো হয়েছে গত কয়েক মাসে। 

জাপানে বুনো ভালুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। ভালুক গুলি করার আইন সংস্কার করতে পারলে ঝুঁকিপূর্ণ মুহূর্তে প্রাণীটির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আরও সহজে ব্যবহার করা যাবে।

তবে শিকারিরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই ভালুকরা বিপজ্জনক। গুলি করে এগুলোকে হত্যা করাই যাবে তার কোনো নিশ্চয়তা নাই।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর