ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিলামে বিক্রি হবে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল
অনলাইন ডেস্ক

এবার বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল নিলামে উঠেছে। ‘ভালকেইন’ নামের বিশাল অ্যাপাটোসরাস ডাইনোসরের কঙ্কালটির দৈর্ঘ্য ৬৯ ফুট লম্বা। কঙ্কালটির প্রায় ৮০ ভাগই অক্ষত রয়েছে। 

ডাইনোসরের কঙ্কালের দাম ২৫ লাখ পাউন্ড থেকে ৪২ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। 

ভালকেইন মূলত অ্যাপাটোসরাস ডাইনোসরের দলের সদস্য। প্রায় ১৫ কোটি বছর আগের এই ডাইনোসরগুলোর প্রধান খাবার ছিল উদ্ভিদ। অ্যাপাটোসরাস নামের গ্রিক অর্থ প্রতারক টিকটিকি। এই ডাইনোসরের লম্বা সরু লেজ ছিল। লেজটিকে এরা শিকারের সময় চাবুক হিসেবে ব্যবহার করত।

ফ্রান্সের প্যারিসের আগামী ১৬ নভেম্বর ডাইনোসরটির কঙ্কাল বিক্রির জন্য তোলা হবে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ে এই কঙ্কাল আবিষ্কৃত হয়। বর্তমানে কঙ্কালটি প্যারিসের ডোমেইন দে ড্যাম্পিয়ার-এন-ইভেলিন পার্কে সবার জন্য প্রদর্শন করা হচ্ছে।

 

বিডি প্রতিদিন/এনএইচ



এই পাতার আরো খবর