ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মলদ্বারে ১৬ ইঞ্চি লাউ, অস্ত্রোপচারের পর বিপদমুক্ত ষাটোর্ধ্ব কৃষক
অনলাইন ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশে ষাটোর্ধ্ব এক কৃষকের মলদ্বারে ১৬ ইঞ্চি লম্বা লাউ প্রবেশের ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সম্প্রতি তীব্র পেটের ব্যথা নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি। এক্স-রে পরীক্ষার মাধ্যমে লাউটি ধরা পড়ে। অবিলম্বে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় এবং দুই ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে এটি সফলভাবে অপসারণ করা হয়।

এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে মনোজ চৌধুরী, নন্দকিশোর জাটভ, আশিস শুক্ল, এবং সঞ্জয় মৌর্য নামের চার চিকিৎসক জানান, তারা যৌথভাবে এই জটিল অপারেশনটি সম্পন্ন করেছেন। মনোজ চৌধুরী জানান, বর্তমানে রোগী বিপদমুক্ত ও সুস্থ রয়েছেন।

তবে কীভাবে লাউটি মলদ্বারে প্রবেশ করেছিল, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি। রোগী নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। নন্দকিশোর জাটভের মতে, মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটতে পারে।

এই বিস্ময়কর ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র : ইন্ডিয়া টুডে

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর