ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, জানালেন জ্যোতিষী
অনলাইন ডেস্ক
মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপ

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপের ভবিষ্যদ্বাণীর সাথে মিলে গেছে। ট্রিপ জানিয়েছিলেন, বাইডেন ২১ জুলাই নিজেকে প্রত্যাহার করবেন। এখন তিনি দাবি করছেন, ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন।

৪০ বছর বয়সী অ্যামি ট্রিপ জানিয়েছিলেন, ৮১ বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবেন এবং তারিখ হিসেবে বলেছিলেন ২১ জুলাই। বাইডেনের সরে দাঁড়ানোর ফলে কমালা হ্যারিস এখন প্রেসিডেন্ট পদে লড়াই করবেন।

জ্যোতিষী অ্যামি ট্রিপের মতে, ট্রাম্প তার সর্বোচ্চ পেশাগত সাফল্য উপভোগ করছেন এবং তিনি পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে আরও কঠিন পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর