ঢাকা, শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

সংসদে ‘স্বামীদের যৌন অধিকার’ নিয়ে প্রশ্ন তুলে সমালোচিত অভিনেতা
অনলাইন ডেস্ক
রবিন পাদিলা

ফিলিপাইনের জনপ্রিয় সিনেটর ও প্রাক্তন অভিনেতা রবিন পাদিলা দেশটির সংসদে `স্বামীদের যৌন অধিকার' নিয়ে প্রশ্ন তুলে অনলাইনে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন। তিনি যৌন হয়রানি বিষয়ে একটি শুনানিতে অংশ নিয়ে জিজ্ঞাসা করেন, যদি স্বামী মুডে থাকেন এবং স্ত্রী রাজি না হন, তবে কী করণীয়? 

শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী লর্না কাপুনান শুনানিতে উপস্থিত ছিলেন। উত্তরে তিনি বলেন, স্বামীরা এ সময় ‘নেটফ্লিক্স দেখতে পারেন’।

পাদিলা আরও বলেন, কিছু স্বামী মনে করেন তাদের স্ত্রীরা তাদের সেবা করার জন্য। আইনজীবী কাপুনান এর উত্তরে স্পষ্ট করেন, ‘স্ত্রীদের স্বামীদের সেবা করার কোনো বাধ্যবাধকতা নেই।’

পাদিলার এই মন্তব্যগুলো অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী তাকে ‘বিরক্তিকর’ বলে আখ্যা দিয়েছেন। অনেকেই মনে করছেন, এই মন্তব্য ফিলিপাইনে বিবাহ বিচ্ছেদ বৈধ করার জন্য এক নতুন যুক্তি সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ফিলিপাইন এবং ভ্যাটিকান ছাড়া পৃথিবীর আর কোথাও বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ নয়। সূত্র : বিবিসি বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর