ঢাকা, রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

প্রথমবারের মতো জুয়া খেলার লাইসেন্স দিয়েছে আরব আমিরাত
অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিং বা জুয়া খেলার লাইসেন্স দিলো আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস ভিত্তিক ক্যাসিনো অপারেটর 'উইন রিসোর্টস' আরব দেশটিতে এই খেলা পরিচালনার লাইসেন্স পেয়েছে।

উইন রিসোর্টস নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত বছর থেকেই উপসাগরীয় রাষ্ট্রটি জুয়া খেলার পথ প্রশস্ত করতে শুরু করেছিল। জুয়ার লাইসেন্সের অনুমতি দেওয়ার জন্য গত বছর প্রতিষ্ঠিত হয় 'জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি'। এই অথরিটিই প্রথমবারের মতো লাইসেন্স জারি করলো।

ক্যাসিনো অপারেটররা দীর্ঘদিন ধরে আমিরাতে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা করে যাচ্ছিল। এটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। আমিরাতের রাস আল খাইমাহ'র মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরি করছে তারা। ফলে ইউরোপ, এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে দর্শকরা আকর্ষিত হবে বলে মনে করা হচ্ছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর