ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কুয়াকাটায় প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের উঠান বৈঠক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দের প্রথম দিনেই প্রচার-প্রচারণার জমে উঠেছে নির্বাচনী মাঠ। শুক্রবার শেষ বিকালে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে পর্যটন করপোরেশনের যুবপান্থ নিবাস প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশ ও দেশের মানুষের উন্নত জীবন যাপনে কাজ করছে। পদ্মা সেতু, পায়রা বন্দর, কুয়াকাটা পর্যটন নগরীসহ দেশের দক্ষিণাঞ্চলের অভাবনীয় উন্নয়ন করেছে। তাই ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগেরই রয়েছে। 

উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। বর্তমানে কুয়াকাটা নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উপজেলা নির্বাচনী অফিস নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর