ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

জমে উঠেছে পীরগঞ্জ পৌরসভা নির্বাচন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠতে শুরু করেছে নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী সাধারণ জনগণের মন জয় করতে মাঠে নেমে পড়েছে।   এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।   ভোটের যুদ্ধে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র কশিরুল আলমের থেকে ইকরামুল হক বেশ এগিয়ে আছেন বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় ভোটারদের মুখে মুখে।   যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি সব সময় জনগণের জন্য কাজ করি। জনগণ আমাকেই ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে।’   এদিকে, বর্তমানে উপজেলা আওযামী লীগের সভাপতি ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা নৌকার হয়েই ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।    রেজওয়ানুল হক বিপ্লব বলছেন, ‘নেত্রী যাকে নৌকা দিয়েছে আমাদের তার পক্ষেই কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’   এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজাও ভোটের যুদ্ধে পিছিয়ে আছেন বলে শোনা যাচ্ছে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন। তিনি জগ প্রতীক নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন।   এছাড়াও ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত আছেন লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী তৈয়ব আলী, হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান। সেইসঙ্গে সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরাও ভোট মাঠ চষে বেড়াচ্ছেন।    আগামী ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলের পরই জানা যাবে ভোটাররা কাকে পৌরসভা পরিচালনায় যোগ্য মনে করেছেন। এর জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।   বিডি প্রতিদিন/এমআই


এই পাতার আরো খবর