ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
খাগড়াছড়ি প্রতিনিধি
মনোনয়নপত্র জমা দেন মেয়র প্রার্থী।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন হওয়ায় সমর্থক ও দলীয় নেতাকর্মীদর সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বর্তমান মেয়র মো. রাফিকুল আলম (স্বতন্ত্র), বিএনপি মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল ও জাতীয় পার্টির ফিরোজ আহম্মেদ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার দিনভর  উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ জানান, মনোনয়নপত্র জমার শেষ দিন হওয়ায় প্রার্থীদের ভিড় রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর