ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পৌর নির্বাচনে প্রার্থীদের লিখিত ইস্তেহারের দাবিতে সংবাদ সম্মেলন
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত নির্বাচনী ইস্তেহার ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে যুব নেটওয়ার্ক ফোরাম এক্টিভিস্টা-নীলফামারীর আয়োজনে জেলা শহরের জোড়দরগায় আকতারুল হাবিব প্রশিক্ষণ কেন্দ্রে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ফোরামের সভাপতি সরওয়ার মানিক। 

এসময় বক্তৃতা দেন সুশীল সমাজের প্রতিনিধি মো. আজাদুল হক প্রামানিক, আতাউর রহমান, মাফদুল আলম, সাংবাদিক ভুবন রায় নিখিল, আবদুল বারী, তোজাম্মেল হোসেন মঞ্জু, এআই পলাশ, জুয়েল বসুনিয়া প্রমুখ।

নির্বাচনী ইস্তেহারে  বেকার যুবকদের কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থান, বার্ষিক বাজেটে যুবদের জন্য আলাদা বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কার্যক্রমে উন্মুক্ত সভা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার জন্য সুনির্দিষ্ট বাজেট রাখা, কার্যকর গ্রাম আদালত চালুসহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ বিষয়ে ৩৩ দফা নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করার দাবি জানান।

লিখিত এসব দাবি পাঠ করেন এক্টিভিস্টা-নীলফামারীর যুব সদস্য আব্দুল আজিজ রিপন ও ছবি রাণী রবিদাশ।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর