ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ভোট কেনার অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীর কর্মীকে ৫ দিনের কারাদণ্ড
ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে সুদীপ্ত মিত্র নামে এক কর্মীকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার রাতে ধামরাই দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সুদীপ্ত মিত্র ধামরাই দক্ষিণপাড়ার স্বপন মিত্রর ছেলে।

স্থানীয়রা জানান, ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের পক্ষে সুদীপ্ত মিত্র ধামরাই দক্ষিণপাড়ায় ৫০০ টাকা দিয়ে টেবিল ল্যাম্প প্রতীকে ভোট কেনার সময় স্থানীয় লোকজন হাতেনাতে তাকে আটক করে। পরে খবর পেয়ে ধামরাই পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইসমাম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ভোট কেনার সত্যতা পেয়ে সুদীপ্ত মিত্রকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, পাঁচদিনের কারাদণ্ডপ্রাপ্ত সুদীপ্ত মিত্র থানা পুলিশের হেফাজতে রয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর