ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ বিষয়ে সভা
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। আজ বৃহস্পতিবার শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে নির্বাচন কমিশনের গেজেটভুক্ত নির্বাচনী নীতিমালা ও  প্রার্থী সমর্থকদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওনসহ কর্মকর্তাগণ, মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর ৩৩ জন উপস্থিত ছিলেন।  

নির্বাচনী বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রার্থীরা। নির্বাচনী আচরণের গেজেট পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সাইফুর রহমান, পিপিএম।  

এসময় পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান সকল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। সেই সাথে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর