ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পৌরসভা নির্বাচনে
পাংশায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রাজবাড়ী প্রতিনিধি
ওয়াজেদ আলী।

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার সকালে পাংশা নির্বাচন অফিসে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান তার মনোনয়নপত্র বাতিল করেন।

এছাড়া কাউন্সিলর পদে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই-বাছাই শেষে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রইচ উদ্দীন খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইদ্রীস আলী মণ্ডলের মনোনয়ন বৈধ হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় ঋণখেলাপি হয়েছেন বলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জানা যায়। সেই বিষয়টি যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি চাইলে তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে ওয়াজেদ আলীর মোবাইলে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভা নির্বাচনে ২৪ হাজার ৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর