ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

পাবনায় বিদ্রোহী প্রার্থীর পাল্টা শোডাউন করলেন আওয়ামী লীগ প্রার্থী
পাবনা প্রতিনিধি

পাবনা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর শোডাউনের একদিন পর পাল্টা শোডাউন করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মূর্তজা বিশ্বাস সনির সমর্থক দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রধান সড়ক বন্ধ করে এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্তের হাজারো কর্মী-সমর্থকরা উপস্থিত হন। 

পাবনা পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধানকে সমর্থন দেওয়ায় তারা এই সমাবেশে উপস্থিত হননি। সমাবেশের ব্যানারে জেলা আওয়ামী লীগের আয়োজনের কথা উল্লেখ থাকলেও এটি জেলা আওয়ামী লীগের কোন সমাবেশ নয় বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু। 

বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান সম্বলিত প্লাকার্ড নিয়ে আনন্দ মিছিলসহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের পুরো এলাকা জনাকীর্ণ হয়ে পড়ে। আগত নেতাকর্মীরা এ সময় নৌকায় ভোট চেয়ে বিভিন্ন শ্লোগানও দেন।  

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা ফাহিমুল কবির শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতীন খান, বৈরাম খান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা পুতুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, উপপ্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের আহবায়ক নৌকার মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান, সহসভাপতি আজমত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহসভাপতি বিশ^জিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনি, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আবুল এহসান রেয়ন প্রমুখ।

এদিকে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাবনা জেলা আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতাই সমাবেশটিতে অংশ নেয়নি। এটি জেলা আওয়ামী লীগের সমাবেশ নয় বলেও দাবি করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু। তিনি বলেন, পাবনা পৌরসভা নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি, এ ধরনের কোন সমাবেশ কর্মসূচির সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগ নেয়নি। নির্বাচনী আচরণ বিধি লংঘন করে এমন সমাবেশ করা উচিত হয়নি। 

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর