ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালমারীতে পৌর নির্বাচন: প্রচারে ৩ মেয়র প্রার্থী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচন জমে উঠেছে। মাইকিং, পথ সভা, গণসংযোগসহ চলছে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা। তবে এসব প্রচারে এগিয়ে রয়েছে নৌকা। পথ সভা, মিটিং-মিছিল, মাইকিং, গণসংযোগ সব প্রকার প্রচারেই নৌকার দাপট। 

আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজার নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে মাঠে নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। সক্রিয়ভাবে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

অন্যদিকে, বিএনপির ধানের শীষের প্রার্থী শুকুর শেখ রয়েছে ধীরে চল নীতিতে। দুইবার নির্বাচিত পৌর মেয়র বর্ষীয়ান এ নেতা ভোটের মাঠে বিচক্ষণ খেলোয়াড়। ২০১৫ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তাই নির্বাচনি কৌশল ভালই জানা আছে তার। কয়েকটা মাইক আর পোস্টার ছাড়া তেমন প্রচারণা চোখে পড়ছে না। নির্বাচনী ক্যাম্পও নেই। ধানের শীষের পক্ষে মাঠে দেখা যাচ্ছেনা কেন্দ্রীয় কোন নেতাকেও। এমনকি স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদেরও দেখা যাচ্ছে কম। 

এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু জানান, দেশে নির্বাচনী যে সংস্কৃতি গড়ে উঠেছে সে সংস্কৃতিতে নির্বাচনে আস্থা রাখা মুশকিল। নির্বাচনের শেষ পর্যায়ে কি হয়, এমন শঙ্কা থেকেই ভেবে-চিন্তে নির্বাচনের সর্বশক্তি নিয়োগ করতে হচ্ছে। মেয়র প্রার্থী শুকুর শেখও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন। তিনি বলেন, তাঁরা (নৌকা ও জগ) যে যেমন পারে প্রচার চালাক। তিনি দেখে-শুনে মাঠে নামবেন। 

ধানের শীষের এমন পিছিয়ে থাকার কৌশল থাকলেও প্রচার প্রচারণায় কম যাচ্ছেনা জগ মার্কার স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা। ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পসহ তাঁর মাইকিং পোস্টার সর্বত্র। নির্বাচনী প্রচারণায় জগ মার্কার প্রার্থী লিটন মৃধাকে নিয়ে মাইকে বাজছে বিভিন্ন জনপ্রিয় গানের প্যারোডি। যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ধানের শীষের নিষ্ক্রিয়তা আর করোনাকালীন অসহায় মানুষের পাশে থাকার কারণে আলোচনায় উঠে আসছে লিটন মৃধার নাম। তবে তিনিও অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।  

নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া অবশ্য কে কি করল তা নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনায় জয় ছাড়া কিছুই নেই। তিনি বলেন, নৌকা মার্কার বিজয়ের জন্য আওয়ামী লীগের সকলে বিভেদ ভুলে এখন ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। শেষ পর্যন্ত ১৬ জানুয়ারির নির্বাচনে নবীন প্রবীণের লড়াইয়ে কে জিতে সেটাই দেখার অপেক্ষায় পৌরবাসি। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর