ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

মোংলায় বিএনপিসহ ২ মেয়র ও ৩২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপিসহ দুজন মেয়র প্রার্থী ও ৩২ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন। এজেন্টদের বুথ থেকে মারধর করে বের করে দেয়া ও ভোটারদের কেন্দ্রে না আসতে দেয়ার প্রতিবাদে শনিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জন করেন।

ভোট বর্জন করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী জুলফিকার আলী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকছেদুর রহমান গামা। এছাড়া ২৩ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন।

বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী জনাকৃর্ণ বলেন, সকালে ভোট শুরু হলে ১২টি কেন্দ্র থেকেই মারধর করে আমার ও বিএনপি সমর্থিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের এজেন্টদের বের করে দিয়েছেন প্রতিপক্ষের সমর্থকরা। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও কেন্দ্রগুলোতে আমি কোনো ম্যাজিস্ট্রেট খুঁজে পাইনি। রাস্তায় বেরিকেট দিয়ে বিএনপির ভোটারদের মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। ভোটের ন্যূনতম কোনো পরিবেশ না থাকায় আমি বিএনপির মেয়র প্রার্থীসহ ২ জন মেয়র প্রার্থী ২৩ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছি। এসময় ভোট বর্জনের ঘোষণা দেয়া অধিকাংশ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ভোট বর্জন করা বিএনপি মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরাজয় নিশ্চিত জেনে তারা ভোট বর্জনের নাটক করেছেন।

তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২২০ জন পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়। ১২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন।

বিডি প্রতিনিধি/এমআই



এই পাতার আরো খবর