ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে নারী ভোটারদের উপস্থিতি বেশি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি

অবিশ্বাস্য রকম ভোটার উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়ধাপে বরিশালের পৌর নির্বাচন। বরিশাল বিভাগে আজ শনিবার ৭টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর পরিবেশে চলছে ভোটগ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।   

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি শুরু হয় ভোর সাড়ে ৫টার পর। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। যদিও ১৪ হাজার ৯২১ জন ভোটারের মধ্যে নারী ভোটার ১ হাজার ২৭১জন বেশি। এখানে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং নারী ভোটার ৮ হাজার ৫৯৬ জন।

সুষ্ঠু সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে ভোট প্রদানের মন্থর গতিতে ভোগান্তি হচ্ছে বয়স্ক ভোটারদের।

স্বরূপকাঠীতে মেয়র পদে আওয়ামী লীগের গোলাম কবির, আওয়ামী লীগের দুই বিদ্রোহী শিশির কর্মকার ও অধ্যাপক মাহমুদুর রহমান খান, বিএনপির শফিকুল ইসলাম ফরিদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির কারণেই ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারছেন। 

শুধু প্রশাসনের একার পক্ষে ভোট সুষ্ঠু করা সম্ভব নয়, সকলের সমন্বিত প্রচেষ্টায় ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, ভোটের স্বচ্ছতা বজায় রাখতে স্বরূপকাঠী থানায় দায়িত্বপালনকারী কোনো পুলিশ সদস্যকে ভোট কেন্দ্রিক দায়িত্ব দেওয়া হয়নি। স্বজনপ্রীতি এড়াতে বাইরের পুলিশকে এখানে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে বরিশাল জেলার গৌরনদী ও মেহেন্দিগঞ্জে মেয়র পদের ব্যালট ক্ষমতাসীনরা কেড়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও কাউন্সিলর পদের ভোট নিয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

গৌরনদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের হারিছুর রহমান, বিএনপির জহির সাজ্জাদ হান্নান, মেহেন্দিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপির জিয়াউদ্দিন সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহাঙ্গীর হোসেন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গৌররনদী পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৪০৮ জন এবং মেহেন্দিগঞ্জে ২৫ হাজার ৮৮৮জন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 



এই পাতার আরো খবর