ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কটিয়াদী পৌরসভায় টানা দ্বিতীয়বার মেয়র হলেন নৌকার প্রার্থী শওকত
কিশোরগঞ্জ প্রতিনিধি
শওকত উসমান।

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় টানা দ্বিতীয়বার মেয়র হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী শওকত উসমান। শনিবার এ পৌরসভা নির্বাচনে মোট ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। 

প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট। আর মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সালমা আনিকা পেয়েছেন ২ হাজার ২০৮ ভোট।

এ পৌরসভায় মোট ৩০ হাজার ৪৬৬ ভোটারের মধ্যে ২১ হাজার ৬৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট ৫২৮টি। বৈধ ভোটের সংখ্যা ২১ হাজার ১২৫টি। ভোটের শতকরা হার ৭১ শতাংশ।

এদিকে, ভোট গ্রহণকালে বেলা ১১টার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খাঁন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমা আনিকা নিজ নিজ বাসায় পৃথক পৃথক সংবাদ সম্মেলনে কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া, জোরপূর্বক সিল মারাসহ নানা অভিযোগ এনে নির্বাচন বাতিল ও সবকটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

তবে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর