ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে আগুনে পুড়ে গেছে পাটের গোডাউন
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে অবস্থিত তিনটি পাটের গোডাউন আগুনে পুড়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী, সালথা ও মুকসেদপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিকেলে বাজারের একটি পাটের গোডাউন থেকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের তিনটি পাটের গোডাউনে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই মনির মোল্যা, জালাল সিকদার ও সঞ্জিব অধিকারীর পাটের গোডাউন পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হবে। আগুনে তিনটি গোডাউনের সব পাট পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর