ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় জমে উঠেছে পৌরসভা নির্বাচনের প্রচারণা
নেত্রকোনা প্রতিনিধি

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নেত্রকোনা সদর পৌরসভায় ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। দিন যতই যাচ্ছে নির্বাচনী মাঠ ততই সরব হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি ছুটছে প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে চারদিকে। তবে মাইকের প্রচারণায় এবার নতুন সংযোগ হয়েছে গানের সুর। সড়কের বিভিন্ন অলি গলি এখন সুরেলা মাইকে মুখরিত। পাড়ায় মহল্লায় চলছে মিছিল মিটিং। 

নেত্রকোনার ৯ টি ওয়ার্ডে মোট ৬৭ হাজার ৩৮ জন ভোটার রয়েছেন। তারমধ্যে এবার নারী ভোটারের সংখ্যাই বেশি। এবার পুরুষের চেয়ে ১৩৮৯ জন বেশি রয়েছেন নারী ভোটার। তারা ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

জেলা সদরের এই পৌরসভাটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। এখানে এবার দলীয় মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান। বিএনপি থেকে ধানের শীষের মনোনীত হয়েছেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। এছাড়াও মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডাকসুর সাবেক নেতা মোহাম্মদ আলী। 

তারা তিনজনই লড়ছেন নির্বাচনী মাঠে। দিচ্ছেন নির্বাচনী নানা প্রতিশ্রুতি। ইতিমধ্যেই নির্বাচনী মাঠ শান্তিপূর্ণ রাখতে এবং সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী। অন্যদিকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। কাউন্সিলর প্রার্থীদের দাবী একটাই নির্বাচনের দিনে মাঠের পরিবেশ পরিছন্ন থাকলেই ভোটাররাও স্বাছন্দ্যে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন।

পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩২টি কেন্দ্রের ২০৫টি ভোট কক্ষে হবে ভোট গ্রহণ। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর