ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিবগঞ্জে নৌকা প্রার্থীর ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। তিনি মেয়র নির্বাচিত হলে ইশতেহারে ২৬টি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। 

বুধবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি 

ইশতেহারে উল্লেখ করা হয়, মেয়র নির্বাচিত হলে এ পৌরসভার টেকসই উন্নয়নের লক্ষে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে, পৌর এলাকায় যেসব কাঁচা রাস্তা রয়েছে সর্বাগ্রে সেগুলো পাকাকরণ, চাহিদানুযায়ী গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রস্তত করার পাশাপাশি ফুটপাত তৈরী, সড়কগুলোতে আধুনিক বাতি, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা ও সৌন্দয্যবর্ধনকরণ, একটি আধুনিকমানের অডিটরিয়াম নির্মাণ, মানসম্পন্ন কমিউনিটি সেন্টার, আম সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বাজার সৃষ্টির উদ্যোগ, নাগরিকদের সুপেয় পানি সরবরাহের লক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষে কারিগরি প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ, পৌর এলাকার কলেজগুলোয় ইন্টারনেট ব্যবস্থায় বিনামূল্যে ওয়াইফাই প্রযুক্তির ব্যবস্থা, বর্জ ব্যবস্থাপনা উন্নততর করতে বর্জ শোধনাগার নির্মাণ, মাদক মুক্ত করতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপন, তরুণ প্রজন্মকে খেলাধূলায় সম্পৃক্ত করতে শিবগঞ্জ স্টেডিয়ামকে আধুনিকায়ন, চিত্তবিনোদনে শিশু পার্ক নির্মাণ, এ পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানজনক নাগরিক সেবা প্রদান, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিশ্চিতকরণ এবং অযৌক্তিক পৌর কর আরোপ করা হবে না।  

এ সময় শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার 



এই পাতার আরো খবর