ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পৌরসভা নির্বাচন
বান্দরবানে আচরণবিধি ভাঙায় মেয়র প্রার্থীসহ দুইজনকে জরিমানা
বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পৌরসভায় নির্বাচনী আচরণবিধি ভাঙায় বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ও সিমন সরকার।

বিএনপির মেয়র প্রার্থী মো. জাবেদ রেজাকে যানবাহনে পোস্টার লাগানোর কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক মো. সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ি ব্যবহার করে শোডাউন এবং নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার করার অপরাধে তাকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর