ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ শুরু
নরসিংদী প্রতিনিধি

চতুর্থ দফায় শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হলেও মাধবদী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। 

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। এছাড়া নরসিংদী পৌরসভার মোট ৪০টি কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ১২টি গাড়িতে ৭২ জন র‌্যাব সদস্য টহলে রয়েছে। টহলে রয়েছে ১৫০ জন বিজিবি সদস্যও। এছাড়া প্রতি কেন্দ্রে ৭ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। প্রতি দুটি কেন্দ্রের জন্য পুলিশের একটি মোবাইল টিম কাজ করছেন। প্রতি ৪ থেকে ৫টি কেন্দ্র নিয়ে পুলিশের উচ্চক্ষমতাসম্পন্ন একটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছেন।

এবার নরসিংদী পৌরসভায় চার মেয়র প্রার্থীসহ ৪৩ জন কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ৯৯ হাজার ৪৫৪ জন ভোটারের তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ১৫৭ জন ও নারী ৫০ হাজার ২৯৭ জন।

অন্যদিকে, মাধবদী পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী, ৩৪ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন। এই পৌরসভায় মোট ৩২ হাজার ৪৮৩ জন ভোটারের তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন ভোটার।

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর