ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাজার জিয়ারত করে ফেরার পথে কাউন্সিলর প্রার্থী খালেক নিখোঁজ
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আবদুল খালেক নিখোঁজ হয়েছেন বলে দাবি পরিবারের।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে শাহ আশরাফ আলী মাজার জিয়ারত করে ফেরার পথে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার ছোট ভাই নজরুল ইসলাম। তিনি বলেন, আমার ভাই বর্তমান কাউন্সিলর। তার জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার প্রতিপক্ষ প্রার্থী নাছির উদ্দীন তাকে অপহরণ করেছে।

সকাল ১০টার দিকে এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এ ব্যাপারে ঘটনাস্থলে আসা পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এটা ভোরের ঘটনা। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সূত্র: চট্টগ্রাম প্রতিদিন

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর