ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নরসিংদীর ৪ কেন্দ্রের ফল স্থগিত, মাধবদীতে নৌকা জয়ী
নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর দুইটি পৌরসভা নির্বাচনে একটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরটিতে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। বিজয়ী প্রার্থী হলেন মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি নৌকা প্রতীকে ১৭ হাজার ১৩০ ভোট পেয়ে পূনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন অনু পেয়েছেন ৪২৪ ভোট। মাধবদী পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। 

অপর দিকে নরসিংদী পৌরসভা নির্বাচনে ৩৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছেন ৪টি কেন্দ্রের ফলাফল। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথী আমজাদ হোসেন বাচ্চু পেয়েছেন ১৮০৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতিকের সতন্ত্র প্রাথী এস এম কাইয়ুম সরকার পেয়েছেন ১৭৩৬৫ ভোট। বিএনপি ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৯৬৩০ ভোট। জাল ভোট দেয়ার চেষ্টা ও ব্যালট ছিনিনে নেওয়ার অভিযোগে স্থগিত ৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩৭। পরবর্ত্তীতে এই ৪টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর