ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পৌরসভা নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী।

আগামীকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন। পঞ্চম ধাপে এই পৌরসভায় এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে শনিবার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নিয়াজ মুহাম্মদ স্কুল থেকে ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সামগ্রী প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বে ৪৮টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মোট ভোটার ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর