ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেশবপুর পৌরসভা নির্বাচন: চলছে ইভিএমে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ। আজ রবিবার  সকাল থেকে শান্তিপূর্ণভাবে দীর্ঘলাইন দিয়ে ভোটগ্রহণ চলছে। তবে ইভিএমে প্রথমবার ভোট দিতে এসে বিড়ম্বনার কথা জানিয়েছেন অনেক ভোটার। 

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সকাল থেকে সাধারণ ভোটাররা ভোট দেয়ার জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন। তবে ভোটার ও ভোটগ্রহণকারী সবার জন্য ইভিএম নতুন। ফলে প্রতিটি ভোট গ্রহণে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছে। 

এদিকে, সুষ্ঠ ভোটগ্রহণ নিয়ে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস ও কাউন্সিলর প্রার্থীরা। তাদের অভিযোগ ভোটগ্রহণ শুরুর পর থেকে পৌরসভার ১০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্ট ও ভোটারদের বের করে দেয়া হয়েছে। যে কারণে বিএনপির ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারছেন না।

কেশবপুর পৌর নির্বাচনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ জন মেয়র পদে ও বাকি ৩৩ জন কাউন্সিলর প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ২০ হাজার ৭৭৫ জন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত 



এই পাতার আরো খবর