ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৈয়দপুর পৌর নির্বাচন: ধীরগতিতে চলছে ভোটগ্রহণ
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। ভোটাররা আজ রবিবার সকাল ৮টা থেকে থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধীকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। সকাল ১১টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৫ ভাগ। তবে ধীরগতিতে চলছে ভোটগ্রহণ।

সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪১টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ৮৯৩ জন ভোটার ইভিএমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৭৬৩ জন ও নারী ভোটার ৪৭ হাজার ১৩০ জন। আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজিবি ও পুলিশের মোবাইল টীম টহলে রয়েছেন। কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা।

মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৮৭ জন ও সংরক্ষিত আসনে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে নৌকা প্রতীকের রাফিকা আখতার জাহান, লাঙ্গল প্রতীকের সিদ্দিকুল আলম, ধানের শীষ প্রতীকের রশিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ নুরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আওয়াল মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত 



এই পাতার আরো খবর