ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চকরিয়ায় মেয়র ১ কাউন্সিলর পদে ৩ জনের মনোনয়ন বাতিল
৬৮ জনের মনোনয়নপত্র বৈধ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে মেয়র পদে ৩ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

দাখিলকৃত কাগজপত্রে গরমিল থাকায় মেয়র পদে জাতীয় পার্টির মনোয়ার আলম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন ও ৮ নম্বর ওয়ার্ডের শিপ্লব কুমার সুশীলের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। শুক্রবার বিকাল ৪টায় কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়। 

মেয়র পদে ৩ প্রার্থী হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে সাবেক মেয়র আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফয়সাল সিদ্দিকী ও জিয়াবুল হক। 

চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, শুক্রবার মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে মেয়র পদে ৩ জনসহ সর্বমোট ৬৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। কাগজপত্রে গরমিল থাকায় ১ মেয়রসহ ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৫ মার্চ প্রতিক বরাদ্দের পর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর