ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পিরোজপুরে চলছে ইউপি নির্বাচন
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ৭টি উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কেন্দ্রে নানা ধরনের বিশৃঙ্খলা এবং কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ভোটগ্রহণ।

জানা গেছে, সদর উপজেলার টোনা ইউনিয়নের কিছু কেন্দ্রে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। এছাড়াও একই উপজেলার কদমতলা ইউনিয়নে নৌকার সমর্থক ও ভোটারদের কেন্দ্রে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। 

এদিকে, শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নে এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

অন্যদিকে, নাজিরপুর সদর উপজেলার সদর ইউনিয়নে গতকাল রাত থেকেই ভোটকেন্দ্র দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা চঞ্চল কান্তি বিশ্বাসের বিরুদ্ধে।  

সরেজমিন ঘুরে দেখা যায়, সদর উপজেলার টোনা ইউনিয়নের ৪১নং চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর