ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
অনলাইন ডেস্ক

বিভিন্ন কারণে নির্বাচন না হওয়া দেশের ৯ পৌরসভায় ভোটগ্রহণ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৫ জন, সাধারণ সদস্য পদে ৩১৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভাগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।

নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭ ভোটকক্ষে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর আগে দেশে পৌর নির্বাচন হলেও বিভিন্ন কারণে এ পৌরসভাগুলোতে নির্বাচন করা সম্ভব হয়নি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা রয়েছে; যা কার্যকর থাকবে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত। একই সঙ্গে আজ রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনী এলাকায় সব ধরনের নৌযান চলাচলেও।   বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব



এই পাতার আরো খবর