মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সংকট দেখতে ৪ দিনের সফরে আগামীকাল রবিবার বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। রবিবার ঢাকায় পৌঁছনোর পর সোমবারই কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি।
সূত্র জানায়, চার দিনের এই সফরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নৃশংস অভিযান শুরু হওয়ার করার পর সর্বশেষ তথ্যানুযায়ী ৫ লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব