ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'পানিপথে হজযাত্রায় সৌদির না'
অনলাইন ডেস্ক

পানিপথে জাহাজের মাধ্যমে হজযাত্রী পরিবহনে বাংলাদেশ প্রস্তাব দিলে সৌদি আরব অনুমোদন করেনি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান।

সৌদি-বাংলাদেশ হজ চুক্তি শেষে দেশে ফিরে আজ এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজযাত্রীর কোটা বাড়ানোর জন্য সৌদি সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান মতিউর রহমান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর