ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু যে কোনো দিন
অনলাইন ডেস্ক
পররাষ্ট্র সচিব শহীদুল হক

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি চলমান প্রক্রিয়া, সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এর অগ্রগতি হবে।

রবিবার রাজধানীর বিস মিলনায়তনে গ্রিন অ্যান্ড রেড রিসার্চ আয়োজিত 'রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, আমরা মনে করি রোহিঙ্গারা সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাবে। এজন্য সরকারিভাবে আলোচনা অব্যাহত আছে, আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যে এর অগ্রগতি আসবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী আগামী ২২ আগস্ট থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হবে- এ প্রসঙ্গে সচিব বলেন, বিশ্ব কমিউনিটির সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। আশা করছি যে কোনো দিন থেকে এ প্রক্রিয়া শুরু হতে পারে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর