ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সর্বাত্মক লকডাউনের ঘোষণায় পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ
মানিকগঞ্জ প্রতিনিধি

সর্বাত্মক লকডাউনের ঘোষণায় পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ বেড়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও প্রচুর প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করছে। ফলে পাটুরিয়া ঘাটে আটকে আছে শতশত যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি পার করায় প্রায় তিনশ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আটকে আছে। 

ঘাট কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি ফেরিতে অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করায় পণ্যবোঝাই ট্রাক পারাপার ব্যহত হচ্ছে। ঘাটে দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। 

যাত্রীরা জানান, কঠোর লকডাউনের ঘোষণায় গ্রামের বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন তারা। মহাসড়ক ও ফেরিঘাটে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর