ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মগবাজারে বিস্ফোরিত ভবনটিতে হাইড্রো কার্বনের উপস্থিতি পাওয়া গেছে
অনলাইন ডেস্ক

রাজধানী মগবাজারে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ বলেছেন, গ্যাস লিকেজে এত বড় বিস্ফোরণ অস্বাভাবিক। ভবনটির নিচতলার শর্মা হাউজে হাইড্রো কার্বনের উপস্থিতি পাওয়া গেছে।

আজ সোমবার মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আবুল কালাম আজাদ আরও বলেন, স্বাভাবিকভাবে বিস্ফোরণের জন্য এত ক্ষয়-ক্ষতি হয় না। বিগত দিনের অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি, এটা অন্য ধরনের বিস্ফোরণ। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন।

গতকাল রবিবার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর