ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

অর্থ আত্মসাতের মামলায় কেয়া গ্রুপের ৮ আসামিকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

কৃষি ব্যাংকের ১১১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুদকের মামলা থেকে কেয়া গ্রুপের এমডিসহ ৮ আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুদক মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত তা গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন। 

দুদক কর্মকর্তারা জানান, কৃষি ব্যাংক থেকে মেসার্স কেয়া ইয়ান মিলস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের ২০১৭ সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক। মামলার পর কেয়া গ্রুপ ঋণের সমুদয় অর্থ ব্যাংকে পরিশোধ করে। ব্যাংকের অনাপত্তি থানায় দুদক মমালাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। 

মহানগর দায়রা জজ আদালত ঢাকার বিচারক কে. এম. ইমরুল কায়েশ উভয়পক্ষের শুনানি শেষে গত ১৯ সেপ্টেম্বর ৮ আসামি আব্দুল খালেক পাঠান, মিসেস খালেদা পারভীন, মাছুম পাঠান, তানসিন কেয়া, আবুল হোসেন, গোলাম রসুল, সরোয়ার হোসেন, জুবায়ের মনজুরকে মামলা থেকে অব্যাহতি দেন। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর