ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মান্নার ফেসবুক পেজ হ্যাকড
অনলাইন প্রতিবেদক
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস এম এ কবীর হাসান। 

তিনি বলেন, ‌‘মাহমুদুর রহমান মান্নার সোশ্যাল মিডিয়া ফেসবুকে Mahmudur Rahman Manna নামে প্রকাশিত এবং তার দলীয় কার্যক্রম প্রচার করা সুপরিচিত পেজটি আজ (২৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। আমরা গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছি। দ্রত পরবর্তী ধাপ অনুসরণ করে তা হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছি।' 

‘এই সময়ে বিব্রতকর কোনো লেখা, ছবি প্রভৃতিতে বিভ্রান্ত না হতে জনসাধারণকে অনুরোধ করছি।’ 

তিনি আরও বলেন, ‘এর আগেও মাহমুদুর রহমান মান্নার ব্যক্তিগত আইডি হ্যাক করা হয়। যে বা যারাই এটি করছে তারা মানুষের কথা বলার অধিকারে বিশ্বাসী নয়, জনগণের স্বার্থের বিপক্ষেই তাদের অবস্থান। তাদের বিপক্ষে কথা বলে জনগণের ভাত, ভোট, কথার অধিকার নিশ্চিত করতেই নাগরিক ঐক্যের আন্দোলন, রাজনৈতিক প্রয়াস।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর