ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বায়োপসি রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা শুরু
নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

বায়োপসি রিপোর্ট অনুযায়ী চলছে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে। ডায়াবেটিসও প্রায় নিয়ন্ত্রণে। 

আজ খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তার চিকিৎসাও ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে রিপোর্টের ফলাফল নিয়ে কোনো কথা বলেননি তিনি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘ম্যাডামের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। উনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়ায় ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়েছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুই দিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করেন।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর