ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ শুক্রবার দুপুর ১টা ৪ মিনিটে ভারতের উদ্দেশে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে গত ১৫ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সেদিন বেলা সোয়া ১১টার দিকে বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি ও তার সফরসঙ্গীরা।

আজ ঢাকা ছাড়ার আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালী মন্দিরের সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন। ফলক উন্মোচনের মাধ্যমে তিনি সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন। মন্দিরে পূজাও দেন ভারতের রাষ্ট্রপতি।

সেখানে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ বলেন, ‌‘একজন ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে দেখা করা আনন্দ ও সম্মানের। পাশাপাশি বাংলাদেশের জনগণের উষ্ণতা ও ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।’

‘আমরা যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছি। স্বাধীনতা অর্জনে বাংলাদেশের জনগণের বিপুল ত্যাগের প্রতি আমি শ্রদ্ধা জানাই।’

ভারতীয়দের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের রয়েছে আত্মীয়তা, ভাষা এবং সংস্কৃতির প্রাচীন বন্ধনের ওপর ভিত্তি করে রচিত এক অনন্য ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের সম্পর্ক দুই দেশের বিচক্ষণ নেতৃত্বের দ্বারা লালিত হচ্ছে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর