আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে উন্মুক্ত স্থানে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখাসহ ১১টি বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। অন্যদিকে নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১৪ জানুয়ারি। এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার আলোচনা হবে।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমবার দেবনাথ। তিনি বলেন, ‘সরকার আরোপিত বিধিনিষেধের বিষয়টি মঙ্গলবার কমিশনে উত্থাপন করা হবে। এ বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
কমিশনের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনসহ ঘোষিত নির্বাচনগুলো শেষ করতে চায় সরকার। এই বিধিনিষেধে নির্বাচনের তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ